নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে স্থানীয় ২ যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। এরপর একজনের হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদে বসেছিলেন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা ও যুবলীগ নেতা সাদু। এ সময় পেরাব এলাকায় তাঁদের ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে তাদের দুজনকে কুপিয়ে জখম করে সাদুর হাতের রগ কেটে দেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুয়ায়ুন কবির ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’