হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ভোরবেলায় গাড়িচাপায় পরিচ্ছন্নতাকর্মী ও যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে মাইক্রোবাস ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী সখিনা আক্তার (২৮) ও বাড্ডায় ট্রাকের ধাক্কায় আজমির শেখ (২৭) নামে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। 

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় ও রোববার দিবাগত রাত ১২টার দিকে কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা দুটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সখিনা। গুরুতর অবস্থায় আজমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

সখিনার স্বামী মো. আলআমিন জানান, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। ভাটারা নতুন বাজার এলাকায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। সখিনার বাবার নাম আব্দুল করিম। 

তিনি আরও জানান, সখিনা উত্তর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। ভোরে গুলশান কোকাকোলা মোড়ে ঝাড়ু দেওয়ার সময় একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সখিনা। 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, ‘রাতে কোকাকোলা মোড়ে রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান পরিচ্ছন্নতাকর্মী সখিনা। তাঁর স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, দ্রুতগামী একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

এদিকে মৃত আজমিরের ফুফা খোকন জোয়ারদার জানান, তাঁদের বাড়ি পাবনা সদর উপজেলার বউডাঙা গ্রামে। বাবার নাম খাইরুল শেখ। থাকতেন বাড্ডা বাগানবাড়ি স্বাধীনতা সরণি রোডে। কাঠমিস্ত্রির কাজ করতেন আজমির। 

খোকন জানান, রাতে পাবনা থেকে রওনা দিয়ে ভোরে বাড্ডায় নামেন আজমির। তাঁর সঙ্গে ছিলেন চাচা হাফিজুর রহমান ও এলাকার ছোট ভাই নাঈম। বাড্ডা হোসেন মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক আজমিরকে ধাক্কা দিয়ে চলে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শেখ শিবলু জানান, ভোরে হোসেন মার্কেট এমজেড হাসপাতালের উত্তর পাশের রাস্তায় পায়ে হেঁটে পার হওয়ার সময় একটি ট্রাক আজমিরকে ধাক্কা দেয়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে