হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ভোরবেলায় গাড়িচাপায় পরিচ্ছন্নতাকর্মী ও যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে মাইক্রোবাস ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী সখিনা আক্তার (২৮) ও বাড্ডায় ট্রাকের ধাক্কায় আজমির শেখ (২৭) নামে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। 

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় ও রোববার দিবাগত রাত ১২টার দিকে কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা দুটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সখিনা। গুরুতর অবস্থায় আজমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

সখিনার স্বামী মো. আলআমিন জানান, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। ভাটারা নতুন বাজার এলাকায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। সখিনার বাবার নাম আব্দুল করিম। 

তিনি আরও জানান, সখিনা উত্তর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। ভোরে গুলশান কোকাকোলা মোড়ে ঝাড়ু দেওয়ার সময় একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সখিনা। 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, ‘রাতে কোকাকোলা মোড়ে রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান পরিচ্ছন্নতাকর্মী সখিনা। তাঁর স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, দ্রুতগামী একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

এদিকে মৃত আজমিরের ফুফা খোকন জোয়ারদার জানান, তাঁদের বাড়ি পাবনা সদর উপজেলার বউডাঙা গ্রামে। বাবার নাম খাইরুল শেখ। থাকতেন বাড্ডা বাগানবাড়ি স্বাধীনতা সরণি রোডে। কাঠমিস্ত্রির কাজ করতেন আজমির। 

খোকন জানান, রাতে পাবনা থেকে রওনা দিয়ে ভোরে বাড্ডায় নামেন আজমির। তাঁর সঙ্গে ছিলেন চাচা হাফিজুর রহমান ও এলাকার ছোট ভাই নাঈম। বাড্ডা হোসেন মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক আজমিরকে ধাক্কা দিয়ে চলে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শেখ শিবলু জানান, ভোরে হোসেন মার্কেট এমজেড হাসপাতালের উত্তর পাশের রাস্তায় পায়ে হেঁটে পার হওয়ার সময় একটি ট্রাক আজমিরকে ধাক্কা দেয়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা