হোম > সারা দেশ > ঢাকা

কাউন্সিলর একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করামুল হক। ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই এলাকার সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে বলেন, পরিবারের সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় কাউন্সিলর একরামুলকে গুলি করে হত্যা করা হয়। তদন্ত চলমান রয়েছে। আরও দুই মাস সময় প্রয়োজন।

পরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে দেন ট্রাইব্যুনাল।

এ ছাড়া এ দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ওই এলাকার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দিতে সময় চাইলে ৫ অক্টোবর দিন ধার্য করে দেন ট্রাইব্যুনাল।

পাশাপাশি গণ-অভ্যুত্থানের সময় নরসিংদীতে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দিতে ৫ সেপ্টেম্বর ও সিলেটে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় ঠিক করে দেন ট্রাইব্যুনাল।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩