হোম > সারা দেশ > ঢাকা

চাকরিচ্যুতই থাকছেন শরীফ, পুনর্বহালের আবেদন নাকচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি ফিরে পেতে দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেছিলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। কিন্তু পর্যালোচনা করে সে আবেদন বিবেচনা করেনি সংস্থাটি। চাকরিচ্যুতির আদেশ বহাল রাখা হয়। সংস্থাটির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার দুদক মহাপরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক নোটিশে শরীফের আবেদন নাকচের সিদ্ধান্ত জানানো হয়।

এত বলা হয়, উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরিচ্যুতির পর তা ফিরে পেতে আবেদন করেন। পর্যালোচনা করে বিষয়টি দুদকের কাছে বিবেচিত হয়নি।

দুদকের ওই নোটিশটি অবহিতকরণ জন্য ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়সহ একাধিক দপ্তরে পাঠানো হয়েছে। 

গত ১৬ ফেব্রুয়ারি দুদক চাকরিবিধি ৫৪ (২) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয় শরীফকে। দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ স্বাক্ষরিত ওই আদেশ প্রত্যাহার চেয়ে ২৭ ফেব্রুয়ারি রিভিউয়ের আবেদন করেন এই কর্মকর্তা।

এদিকে চাকরি ফিরে পেতে হাইকোর্টেও আবেদন করেন শরীফ। আগামীকাল (১৯ মে) এ বিষয়টি শুনানির কথা রয়েছে। পাশাপাশি চাকরি হারানো এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট