হোম > সারা দেশ > ঢাকা

রাজনৈতিক কর্মসূচির নামে শান্তি ভঙ্গ করবেন না: মৎস্য মন্ত্রী 

ফরিদপুর প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপি বলেছিল, তাদের ছাড়া কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখল নির্বাচন হলো। এরপর বলল, নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। বিদেশিরাও স্বীকৃতি দিল। সবই তো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে শান্তি–শৃঙ্খলা ভঙ্গ করবেন না।

আজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সারা বিশ্ব আজ এই দেশের দিকে তাকিয়ে থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশই হবে সৌদি আরব, এই দেশই হবে সিঙ্গাপুর।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে, পরেও ষড়যন্ত্র হচ্ছে। তবে যত ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ, আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার সঙ্গে আছেন।’

মন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভেবেছিলাম হয়তো এমন এক জায়গায় আমাকে দেবে, যেখানে থেকে আরও কিছু কাজ করার সময় পাব। এখন দেখলাম এমন জায়গায় এসেছি, এই জায়গায় তিতপুঁটি, ট্যাংরা (মাছ) নানা ধরনের কাজ।’

নিজের বিরোধিতাকারীদের সমালোচনা করে মৎস্য মন্ত্রী বলেন, ‘কিছু কিছু মানুষের ওপর আমার দুঃখ-কষ্ট আছে, আমি ওদের কি ক্ষতি করলাম? তবু কিছু কথা থেকে যায়। আল্লাহ যেন আমাকে ওদের ক্ষমা করে দেওয়ার তৌফিক দেন।’

আব্দুর রহমান আরও বলেন, ‘ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব। তবু অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। এই মাটিকে কলুষযুক্ত করে যাওয়ার চেষ্টা করে যাব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–মন্ত্রীর সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন