হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আলামত সংগ্রহে সিআইডি দল। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে। তবে কী ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে, তা জানা যায়নি।

আজ সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের পাঁচ-ছয়জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছিল। তারা সেখান থেকে অপরাধ-সংক্রান্ত কিছু আলামত সংগ্রহ করেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর আলামতগুলো সম্পর্কে জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ নম্বরে একটা হাড়, একটা জামা ও দুটা জুতা পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়। সকালে তারা গিয়ে আলামত সংগ্রহ করে সেগুলো নিয়ে চলে যায়।

এর আগে রোববার ধানমন্ডি ৩২ নম্বরে নির্মাণাধীন একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। নানা আলোচনার প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়। তবে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি তারা।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট