হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে: কামাল নাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করা গেলে কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ—উভয়ই সম্ভব হবে। 

আজ সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয় পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। 

এ সময় এনটিআরসিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী। 

প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এ সময় শিক্ষক চাহিদা নিরূপণ, বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পরীক্ষা গ্রহণ ও নিয়োগ প্রদানের প্রতিটি ধাপ যেন স্বচ্ছ ও মেধাভিত্তিক হয় সে বিষয়ে সকলকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়েও নির্দেশনা দেন। 

মতবিনিময়কালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনটিআরসিএর বর্তমান আইন, জনবল ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিধিমালা সংশোধনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় অনেক শিক্ষক পদ শূন্য রয়েছে। কর্তৃপক্ষের নিজস্ব জনবলেরও ঘাটতি রয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও গতিশীল করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে। 

মতবিনিময় শেষে তিনি এনটিআরসিএ কার্যালয় ঘুরে দেখেন। এ সময় এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম, সদস্যবৃন্দ, এনটিআরসিএ সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন