হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির ১৪ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানাতেও হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পরিবর্তন। ডিএমপির ৫০ থানার সবগুলো থানার ওসিকেই সরিয়ে দেওয়া হয়েছিল চলতি সপ্তাহে। এবার ১৪টি থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাঁদের পদায়ন করা হয়। 

মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায়, মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানায়, মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায়, মুহাম্মদ আজাহারুল ইসলামকে শাহবাগ থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এর আগে গত ১৩ আগস্ট বদলি করা হয় ডিএমপির ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ডিএমপির ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ জারি করা হয়। অর্থাৎ, ডিএমপির সব থানার ওসিই বদলি হয়েছিল।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান