হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্স এলেও ফেরি ছাড়ছে না

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): বাংলাবাজার ঘাট থেকে ফেরি না ছাড়ায় শ্বাসকষ্টসহ এক নবজাতককে নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পরিবার। দীর্ঘক্ষণ ঘাটে বসে থেকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের লোকজনকে অনুরোধ করেও ওই পরিবারটি ফেরিতে উঠতে পারেনি। রোববার (৯ মে) বিকেলে বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শরীয়তপুরের আটং এলাকায় গতকাল শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ থাকায় জন্মের কয়েক ঘণ্টা পরই এ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালাসহ স্বজনরা। শ্বাসকষ্টে মুমূর্ষু অবস্থায় থাকায় মা আঁখিকে শরীয়তপুরের হাসপাতালে রেখে যাওয়া হয়। নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও তাঁরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে আটকে যায়।

বাংলাবাজার ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা ও  হাজারো আকুতি মিনতি করেও তাঁরা ফেরি পায়নি। দীর্ঘ সময় ঘাটে থেকে শিশুটি আরও নিস্তেজ হয়ে পড়লে শেষ পর্যন্ত স্বজনরা শরিয়তপুরে ফিরে যেতে বাধ্য হয়।

বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্সটি এলেও ফেরি না ছেড়ে এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। অথচ, ঘোষণার সময় জরুরি সেবা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।

এ নবজাতকের খালা বলেন, 'কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো হাসপাতালের বিছানায়। বাচ্চাটির শ্বাসকষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়ল না। বাচ্চাটি আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।'

১৫ দিন বয়সের নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, 'বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। রোগীরাও পার হতে পারবে না! এটা কেমন নিয়ম?

এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ। দিনে সব ফেরি বন্ধ থাকবে।'

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার