হোম > সারা দেশ > মাদারীপুর

নিহতদের বেশিরভাগই মাথায় আঘাতপ্রাপ্ত

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): শিবচরের কাঁঠালবাড়িতে স্পিডবোট দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত রয়েছে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী ও ফায়ারসার্ভিস কর্মীরা। বাল্কহেডের সঙ্গে দ্রুতগামী যাত্রীবোঝাই স্পিডবোটটির মারাত্মক সংর্ঘষ হয়। ধারণা করা হচ্ছে, এতে মাথায় আঘাত পাওয়ার কারণেই বেশি মানুষ মারা গেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লেগে তলিয়ে যায়। স্পিডবোটটি দ্রুতগতির হওয়ায় বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় উদ্ধারকারী মনির ফকির বলেন, ভোর ৬টার দিকে নদীর পাড়ে এসে দেখি স্পিডবোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আট বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করি। এছাড়া যে লাশগুলো উদ্ধার করেছি তার বেশিরভাগই মাথায় আঘাত লেগে রক্তাক্ত ছিল।

জাহাঙ্গীর নামে স্থানীয় এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুত গতিতে এসে বাল্কহেডের সাথে ধাক্কা দেওয়ার কারণেই যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী ট্রলারের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী বলেন, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি বাল্কহেডের উপর আছড়ে পড়ে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কেউ নিঁখোজ রয়েছে কিনা খোঁজ করা হচ্ছে।

আরও পড়ুন:

 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু