হোম > সারা দেশ > ঢাকা

বেদিতে উঠতেই যত আবদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। মধ্যরাত থেকে চলা মানুষের এই ঢল সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে বিএনসিসির বিভিন্ন উইং, স্কাউট ও রেঞ্জারসের স্বেচ্ছাসেবীরা। সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা জানানো শেষে রেখে যাওয়া ফুলের স্তূপ সরিয়ে বেদি পরিষ্কারে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। 

তবে ফুল সরানোর চেয়েও হিমশিম খেতে হচ্ছে শ্রদ্ধা জানাতে আসা অনেকের বেদিতে উঠতে চাওয়ার আবদার মেটাতে। স্বেচ্ছাসেবকদের বাধা উপেক্ষা করে নানা অজুহাতে বেদিতে উঠে আসছেন সাধারণ মানুষ। এতে নষ্ট হচ্ছে বেদির সাজ ও সৌন্দর্য।

স্বেচ্ছাসেবীদের নিষেধের পাশাপাশি একটু পর পর শহীদ মিনারের ঘোষণা মঞ্চ থেকেও বারবার সাধারণ মানুষকে বেদি থেকে নেমে যেতে অনুরোধ করা হচ্ছে। তারপরও কেউ বাধা মানছেন না। 

সাতক্ষীরা থেকে এসেছেন ইয়াসিন আরাফাত। সঙ্গে এনেছেন পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল। নাম প্লিউ। বিড়ালকে নিয়েই শহীদ মিনারের বেদিতে উঠেছেন ছবি তোলার জন্য। এমনকি শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাখা ফুল দিচ্ছেন সেই বিড়ালের গায়ে! 

সকাল থেকে দেখা গেছে, অনেকেই ছবি তোলার জন্য বেদিতে সাজিয়ে রাখা ফুলের ওপরে উঠে ছবি তুলছেন। স্বেচ্ছাসেবীদের নিষেধের কেউই তোয়াক্কা করছেন না। 

বিএনসিসি নেভাল উইংয়ের সদস্য আবু বকর সিদ্দিক বলেন, ‘সকাল থেকে আমরা কাজ করছি। শ্রদ্ধা জানানো শেষে অনেকেই ছবি তোলার জন্য মূল বেদিতে উঠে আসছেন। নিষেধ করলেও অনেকে মানছেন না। আবার অনেকে বলেন, দূর থেকে এসেছি, একটা ছবি তুলব। এমন নানা অজুহাত দেয়। কতজনকে নিষেধ করব?’ 

বিএনসিসি এয়ার উইংয়ের স্বেচ্ছাসেবী খাদিজা খাতুন তমা বলেন, ‘সকাল থেকে মানুষের শ্রদ্ধা জ্ঞাপন শেষে রেখে যাওয়া ফুল দিয়ে বাংলাদেশের মানচিত্র, শহীদ মিনার, বেদিতে বিভিন্ন ধরনের পুষ্প আলপনার মতো বানিয়েছিলাম। সকাল থেকে অনেক কষ্ট করে আমরা এগুলো বানিয়েছি। কিন্তু অতি উৎসাহী অনেকে ছবি তোলার নামে এগুলো নষ্ট করে ফেলছেন। কেউ আবার ছবি তোলার জন্য ফুলগুলো আকাশে ছুড়ছেন। চোখের সামনে এগুলো দেখলে কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই।’ 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে