হোম > সারা দেশ > ঢাকা

আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামির আত্মসমর্পণ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন।

আজ সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি।

ওই মামলায় দুপুরের পর আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে আসামি আরিফ পালিয়ে যান। একদিনের রিমান্ডে শেষে আরিফকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়েন।

গত শুক্রবার তাকে রিমান্ডে নেওয়া হয়। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার পুলিশ কনস্টেবল মো. সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্যদিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জুবায়ের বলেন, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে বিভাগীয় মামলা করে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া আসামি আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান