হোম > সারা দেশ > ঢাকা

হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করব: নতুন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পাওয়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘আমি আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করব। বাবার সুনাম আর অভিজ্ঞতাকে কাজে লাগাব। যা আমি ছোটবেলা থেকে দেখে আসছি।’ 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজকের পত্রিকাকে এসব কথা বলেন। 

রুমানা আলী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাবা প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী। 

রুমানা আলী একাধারে একাদশ সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। একই সঙ্গে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হন।

রুমানা আলীর বাবা রহমত আলী গাজীপুর-৩ আসনে পাঁচবার সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রহমত আলীর প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে অল্প সময়ের মধ্যে নির্বাচনী এলাকা গাজীপুর-৩-এর পাশাপাশি সারা দেশে উন্নয়নে ভূমিকা রাখেন অ্যাডভোকেট রহমত আলী।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ