হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান: মেয়র তাপস

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিলেন এবং তিনিই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও ষড়যন্ত্রকারী। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর সুপার মার্কেটে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। পরে ছিন্নমূল মানুষের মাঝে ভোজের আয়োজন করা হয়। 

এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু হত্যার দায়ে বিচারকার্যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জিয়াউর রহমান বেঁচে থাকলে তাঁকেও ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতো। 

মেয়র তাপস আরও বলেন, খুনিরা অপারেশন শেষ করে জিয়াউর রহমানের কাছে গেলে তিনি তাদের বলেন, এগিয়ে যান। এতে বোঝা যায় তিনিও খুনি। যারা ১৫ আগস্ট এ ঘটনা ঘটিয়েছে তাদের জিয়া পুরস্কৃত করেছেন। আর যারা এই ঘটনার বিরুদ্ধে কথা বলেছেন, তাঁদের নানাভাবে শাস্তি দেওয়া হয়েছে। ১৫ আগস্টের এই মর্মাহত ঘটনার পরও তিনি অনুতপ্ত হননি। 

তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে থামিয়ে রাখতে পারবে না। 

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ ////মন্নাফী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়। 

এ সময় কদমতলী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিট আওয়ামী লীগের নেতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ