হোম > সারা দেশ > ঢাকা

সেপ্টেম্বরের ১ তারিখ ‘আসল’ ফোবানা সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ বা ফোবানার ৩৭তম সম্মেলন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। কানাডার মন্ট্রিয়েল শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফোবানার ৩৭তম সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান এ ঘোষণা দেন।

এর আগে ফোবানা নামে সংবাদ সম্মেলন করে আরেকটি গ্রুপ। তবে তারা ‘আসল’ ফোবানা নয় বলে জানানো হয়েছে আজকের সংবাদ সম্মেলনে।

আজ ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, ২০২১ সালে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে বাধা দেওয়া হলে কিছু সদস্যকে বহিষ্কার করা হয়। তারা নর্থ আমেরিকায় বিভিন্ন দণ্ডে সাজাপ্রাপ্ত। পরিচয় লুকিয়ে তারা ফোবানায় যুক্ত হয়েছে এবং বহিষ্কারের পর দেশে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানার যুগ্ম নির্বাহী সচিব কবির কিরণ। আরও ছিলেন সাবেক চেয়ারম্যান রেদাউল ইসলাম বাবলা।

আতিকুর রহমান বলেন, সেপ্টেম্বরের ১ থেকে ৩ তারিখ ফোবানার ৩৭তম সম্মেলন হবে। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসারে সাহায্য করা। এর সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা।

লিখিত বক্তব্যে কবির কিরণ বলেন, এবারের সম্মেলনের আহ্বায়ক মনিরুজ্জামান এবং সদস্যসচিব হাফিজুর রাহমান ও অভিজিৎ দে। সম্মেলনের জন্য মন্ট্রিয়েলের শেরাটন লাভাল হোটেল কনভেনশন হল নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের সম্মেলনটিতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী করা হবে। আরও থাকবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট