হোম > সারা দেশ > মাদারীপুর

ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল, নৌ চলাচল বিঘ্নিত

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): আকাশ মেঘলা ও ঝোড়ো বাতাস থাকায় উত্তাল পদ্মা নদী। আজ বৃহস্পতিবার সকাল থেকে মাঝ পদ্মায় ঢেউয়ের মাত্রা বেড়েছে। ঝোড়ো বাতাসের কারণে পদ্মা উত্তাল থাকায় লঞ্চ চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। 

লঞ্চঘাট সূত্রে জানা যায়, সকাল থেকে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো চলাচল করছে। এ ছাড়া লঞ্চগুলোতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে। 

এদিকে ফেরিঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে সব ফেরি চলাচল করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর বাতাস থাকায় পদ্মায় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে করে পদ্মা পারাপারে কিছুটা বেশি সময় লাগছে। 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে পরিবহনের তেমন কোনো চাপ নেই। তবে বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে ঝোড়ো বাতাস বইতে থাকায় মাঝ পদ্মা উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলো ধারণক্ষমতার কম যাত্রী নিয়ে চলছে। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো চলাচল করছে। নৌরুটে যাত্রীদের তেমন চাপও নেই। 

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা