হোম > সারা দেশ > ঢাকা

ফের ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু পরিস্থিত প্রতিদিনই খারাপের দিকে চলে যাচ্ছে।  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রেকর্ড ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৫০ জনই রাজধানী ঢাকার। আগের ২৪ ঘণ্টায় ভর্তি ছিল ১৪৩ জন। এদের মধ্যে ১৪২ জনই ছিল রাজধানীতে ঢাকায়। আর এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ১২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গোছে, গত মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ১৪৩ এবং এর আগের দিন  ২৪ ঘণ্টায় ছিল ১২৩ জন। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে রোগী শনাক্ত হয়েছিল ৪০৯ জন। আর চলতি মাসের ২৮ দিনে রোগী শনাক্ত হয় এক হাজার ৭২৬ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ২৮ দিনে এক হাজার ৭২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন দুই হাজার ৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৫২৬ জন। রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৫৫৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ১১ জন।

জাতীয় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান আজকের পত্রিকাকে বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি  হাতে নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের জন্য ঢাকার দুটি সিটিতে সার্ভে কার্যক্রম পরিচালিত হবে। কারও বাসায়, ছাদে কিংবা অফিসে এডিসের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ