হোম > সারা দেশ > ঢাকা

শুষ্ক মৌসুমে বায়ুদূষণ রোধে টাস্কফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

শুষ্ক মৌসুমে ঢাকা ও আশপাশের এলাকায় বায়ুদূষণ রোধে গঠিত টাস্কফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এতে রাস্তার ধুলাবালি কমাতে সড়কে পানি ছিটানো, অনাচ্ছাদিত নির্মাণ সামগ্রী সরানো, দোষীদের শাস্তি প্রদান, এবং সড়ক বিভাজন ও খোলা মাটি সবুজায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বালু, সিমেন্ট ও ইট পরিবহনকারী ট্রাকের আচ্ছাদন নিশ্চিত করা এবং সড়কপথে ট্রাফিক নজরদারি বৃদ্ধিরও সুপারিশ করা হয়।

এ ছাড়া, দূষণকারী শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ, সরকারি নির্মাণকাজে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, এবং বায়ুদূষণ প্রতিরোধে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। দূষণের কারণে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচারেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন টাস্কফোর্সের আহ্বায়ক ও স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম। রাজউক চেয়ারম্যান, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞরা সভায় অংশগ্রহণ করেন।

প্রতি ১৫ দিন পরপর অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির