হোম > সারা দেশ > ঢাকা

ইডেনে বিষপানে ক্যানটিন বয়ের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ইডেন মহিলা কলেজের ভেতরে বিষপানে আব্দুল করিম (১৭) নামের এক ক্যানটিন বয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃত করিমের সহকর্মী মো. মাহফুজ জানায়, দুপুরে ক্যানটিনের কাজ শেষ করে বেলা ৩টার দিকে বাইরের দোকানে যায়। ২০ মিনিট পরে ফিরে এসে ইডেন কলেজের ভেতরেই জেবুন্নেছা হলের সামনে অচেতন হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

মাহফুজ আরও জানায়, হাসপাতালে নিয়ে আসার সময় তার লুঙ্গির কোমরে ইঁদুর মারার ওষুধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কেন সে এই ওষুধ খেয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি। 

আব্দুল করিমের দুলাভাই মো. সোহেল বলেন, ‘তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগমারা গ্রামে। বাবার নাম আবুল হোসেন। বর্তমানে সে ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা হলে থাকত এবং ক্যানটিন বয়ের কাজ করত। বিকেলে জানতে পারি করিম বিষজাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়েছে। পরে হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাই। তবে কেন সে বিষ পান করেছে তা আমাদের জানা নেই।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা