হোম > সারা দেশ > টাঙ্গাইল

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ‘ঋণগ্রস্ত’ যুবক 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঋণগ্রস্ত হওয়ায় মানসিক চাপে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার এক স্বজন।

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নীলফামারী জেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

মৃত ওই ব্যক্তির নাম—নিরুপম রাহা (৪০)। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে।

মৃতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বলছে, এক কন্যাসন্তানের বাবা নিরুপম রাহা আর্থিক অনটনে ঋণগ্রস্ত হলে মাদকাসক্ত হয়ে পড়েন। চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি দুপুর সোয়া দুইটার দিকে ওই স্থানে পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
এ বিষয়ে নিরুপম রাহার চাচাতো ভাই উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব সুজন কুমার বলেন, ‘আর্থিক অনটনে ঋণগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়ে সে। সে আমার কাছেও কয়েক হাজার টাকা ধার নিয়েছিল।’
 
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে