কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে সাত দিনের কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু অফিস খোলা রেখে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছলে দুই দিন পরেই সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে অনুমতি দেওয়া হয়। শুধু বাকি ছিল দোকানপাট ও শপিংমল। অবশেষে সর্তসাপেক্ষে সেটাও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।