হোম > সারা দেশ > ঢাকা

সোয়া চার কেজি সোনাসহ গ্রেপ্তার মাহিন উদ্দিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া চার কেজি সোনাসহ গ্রেপ্তার মাহিন উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে মাহিনকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মাহিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সোনা চোরাচালানের সঙ্গে জড়িত মর্মে আসামি স্বীকার করেন। তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি মাহিনকে আদালত তাঁর খাসকামরায় নেন। কিন্তু আসামি খাস কামরায় গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করেন। পরে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ জুলাই মাহিনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ২৬ জুলাই বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে কুমিল্লা জেলার মাহিন উদ্দিনকে আটক করে। মাহিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় আসছিলেন। পরবর্তীতে ওই যাত্রীকে গ্রিন চ্যানেলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। পরে যাত্রীর সঙ্গে থাকা কালো রঙের একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের ওজন ৪ কেজি ২৯২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় ওইদিন রাতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

উল্লেখ্য মাহিন উদ্দিনকে জিজ্ঞাসাবাদে তিনি কাস্টমস কর্মকর্তাদের জানিয়েছেন সৌদি আরবে কিং খালেদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে তাকে কুমিল্লা সদরে জাকির হোসেন নামের এক ব্যক্তি এই ব্যাগটা দেন। ঢাকায় আসার পরে কেউ একজন তার কাছ থেকে ব্যাগটা নিয়ে নেবেন বলে জাকির হোসেন জানিয়েছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের