হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে সিঙ্গাইর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘আমাদের জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে তারা এ দেশ থেকে আওয়ামী লীগ দলকে মুছে ফেলতে চেয়েছিল। তাই সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় রাখতে হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নয়, আওয়ামী লীগের সকলকে এক হয়ে বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে। আমরা দিন শেষে শেখ হাসিনার সঙ্গে থাকব, নৌকার সঙ্গে থাকব, জনগণের সঙ্গে থাকব। আজকের এই জাতীয় শোক দিবসকে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যেতে হবে।’ 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কহিনুর ইসলাম সানির সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ। 

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির