হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯ এ কল করে বোনকে পাচারের হাত থেকে রক্ষা করল ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীকে ভুয়া ভিসায় দুবাই পাচারের সময় উদ্ধার এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আর এটি সম্ভব হয়েছে উদ্ধার হওয়া তরুণীর কলেজপড়ুয়া ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায়। বোনকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় বিমানবন্দর থেকে কলেজশিক্ষার্থীর বোনকে উদ্ধার করা হয়। 

গতকাল সোমবার সন্ধ্যায় ওই কলেজশিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার। 

আনোয়ার সাত্তার জানান, রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে এক কিশোর ফোন করে জানায়, তার ২৬ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পারলারে কাজ করার জন্য।

কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারে, ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন চলে গেছেন। বোনের কাছে ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা। কারণ, সেদিন রাত নয়টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় ফোন করে বোনকে উদ্ধারের অনুরোধ জানানো হয়। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজখবর নিতে থাকেন। 

পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান, তাঁরা তরুণী যাত্রীটির যাত্রা স্থগিত করে তাঁর ভাই ও স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু