হোম > সারা দেশ > ঢাকা

সাজা শেষের ১৫ মাস পরও কারাগারে ভারতীয় কিশোর, ফেরত পাঠাতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও ১৫ মাস মৌলভীবাজার কারাগারে থাকা ভারতীয় কিশোর রোহি দাসকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার (১০ ডিসেম্বর) আইনজীবী বিভূতি তরফদারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহী দাস। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয় এবং সাজা দেওয়া হয়। রিটকারীর দাবি, আসামির সাজার মেয়াদ শেষ হয়েছে। আদালত বলেছেন, অন্য কোনো মামলায় আটক না থাকলে তাঁকে মুক্তি দিতে। 

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে মৌলভীবাজারের কারাগারে আটক আছেন রোহি দাস। মায়ের সঙ্গে রাগ করে গত বছরের ৩ জুন ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন তিনি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাকে আটক করে।

আদালত ভারতীয় কিশোরকে তিন মাস ২০ দিনের কারাদণ্ড দেন। তবে, আদালত সাজা দেওয়ার আগেই, অর্থাৎ যে তারিখে ঘোষণা করা হয় এর আগেই সাজা খাটার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু, সাজা শেষ হওয়ার ১৫ মাস পরও মুক্তি মেলেনি তার।

এর আগে বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। রোববার আইনজীবী বিভূতি তরফদার সংবাদটি সংযোজন করে রিট দায়ের করেন। রিটে কিশোরকে তার মায়ের কাছে ফেরত দিতে নির্দেশনা চাওয়া হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন