হোম > সারা দেশ > ঢাকা

হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালাল হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়েছে হত্যা মামলার এক আসামি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন।

তিনি জানান, ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে সংশ্লিষ্ট আদালতের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. শহিদুল্লাহকে মারধর করে পালিয়ে যান মো. শরিফুল ইসলাম (২২)।

পলাতক এই আসামি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের প্রয়াত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাইন উদ্দিন বলেন, ‘আসামির হাতকড়া পরানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে কৌশলে খুলে ফেলেন। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যান।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানাকে জানানো হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন দুই দিন পিছিয়ে শনিবার, থাকবে বিআরটিসির বাস সার্ভিস

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ