হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে র‍্যাবের হাতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

র‍্যাবের হাতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে আজিজুর রহমান (৫০) ও মাসুদ রানা ওরফে মাসুম (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। এ সময় তাঁদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার ভোরে গ্রেপ্তার দুজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা ধলীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র‍্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ও র‍্যাব টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ধলীপাড়া এলাকার আজিজুর রহমানের বসতবাড়ির থেকে ৯১ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে র‍্যাব।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন