টাঙ্গাইলের সখীপুরে আজিজুর রহমান (৫০) ও মাসুদ রানা ওরফে মাসুম (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। এ সময় তাঁদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ শনিবার ভোরে গ্রেপ্তার দুজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা ধলীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সখীপুর থানা ও র্যাব টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ধলীপাড়া এলাকার আজিজুর রহমানের বসতবাড়ির থেকে ৯১ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে র্যাব।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।