এডিস মশার প্রকোপ নির্মূলে একযোগে ১০টি অঞ্চলে অভিযান চালিয়ে ১১ মামলায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিভিন্ন ভবন স্থাপনা পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়ায় এই জরিমানা করা হয়। তবে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ডিএনসিসি।
আজ সোমবার সকালে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেন। এর আগে ১০ সেপ্টেম্বর ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, নিয়মিত কাজের অংশ হিসেবে ৫৪টি ওয়ার্ডেই মশক নিধন ওষুধ প্রয়োগ অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।