হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক রোজিনার গলা টিপে ধরা সেই নারী চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে গলা টিপে ধরা নারীকে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম রোজিনার গলা টিপে ধরেছেন বলে ফেসবুকে ট্রল হলেও আসলে রোজিনার গলা টিপে ধরা নারী এই মন্ত্রণালয়ের অফিস সহকারী মাকসুদা সুলতানা পলি।

রোজিনাকে হেনস্তার ঘটনা তদন্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কমিটি করেছে, তাঁর আহ্বায়ক স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজম বুধবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।

মো. সাইফুল্লাহিল আজম বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে গলা টিপে ধরার যে ভিডিও ছড়িয়েছে তা আমরা দেখেছি। এর সঙ্গে জড়িত হিসেবে অফিস সহকারী মাকসুদা সুলতানা পলিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। আমরা তাঁকে তদন্ত কমিটিতে ডাকব। তার আগে আমরা ওই সময়কার আরও ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আমরা সে অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।

অতিরিক্ত সচিব জেবুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, সচিবের নির্দেশে তিনি সচিবের পিএস এর কক্ষে গিয়ে রোজিনার সঙ্গে ৫-৭ মিনিট কথা বলছেন। তার গলা টিপে ধরার ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা অন্য কেউ।

এই কর্মকর্তা জানান, ঘটনার দিন সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভায় অংশ নেন তিনি। ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে ওইদিন তিনি ওই রমকের পোশাক পরেননি।

রোজিনাকে গলা টিপে ধরার ভিডিও প্রকাশ করে তাকে নিয়ে ফেসবুকে ট্রল হওয়ার পর তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছেন বলেও জানান জেবুন্নেছা। ফেসবুকে তাঁর বিদেশে, দেশে সম্পত্তি নিয়ে যে তথ্য ছড়িয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের দপ্তরের অফিস সহকারী পলি। বুধবার কয়েক দফা এই দপ্তরে গিয়ে পলিকে পাওয়া যায়নি।

এই দপ্তরের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পলি বুধবার সকালে অফিসে এসে কিছুক্ষণ থেকেই চলে যান। এরপর আরেকবার অল্প সময়ের জন্য অফিসে আসেন, এরপর থেকে তাঁকে আর দপ্তরে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে পলির মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারী সাংবাদিক আটক হওয়ায় তাঁর শরীর তল্লাশি করতে পলিসহ কয়েকজন নারী কর্মকর্তাকে সচিবের দপ্তর থেকে ডেকে আনা হয়।

ওই কর্মকর্তা বলেন, পলি যখন সাংবাদিক রোজিনার শরীর তল্লাশি করছিলেন তখন মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন নারী কর্মকর্তাও সেখানে ছিলেন।

 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে