হোম > সারা দেশ > ঢাকা

ফের রিমান্ডে মডেল মৌ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুল আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ আগস্ট তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তিন দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মৌকে মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে হাজির করা হয়। মৌকে রাখা হয় আদালতের হাজতখানায়। 

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। 

প্রসঙ্গত, গত ১ আগস্ট রাত ১০টার দিকে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে তাঁকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। মৌ-এর বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা যায়। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ট্যাবলেট উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। 
 
পুলিশের দেওয়া তথ্যমতে, পিয়াসা ও মৌ মূলত একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মডেলিংয়ের নামে তাঁরা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাঁদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা বা অন্যান্য সুবিধা আদায় করতেন। তবে এ ধরনের কোনো অভিযোগে থানায় বা আদালতে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব