হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে শাহবাগে ছাত্রলীগের অবস্থান 

ঢাবি প্রতিনিধি

বিএনপি ও সমমনা দলগুলোর গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করে ছাত্রলীগ। অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হল, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ইডেন কলেজ, বদরুন্নেসা ও হোম ইকোনমিকস ছাত্রলীগের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শাহবাগে অবস্থান কর্মসূচিকে ‘গণতন্ত্রের বিজয় উদ্‌যাপন’ এবং ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য-দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে অবস্থান কর্মসূচি বলছে ছাত্রলীগ। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে ছাত্রলীগ।

আজ শুক্রবারের নামাজের পরপর মিছিল নিয়ে শাহবাগের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করে ছাত্রলীগ। অবস্থানকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশাত্মবোধক গান, স্লোগান দিয়ে মাতিয়ে রাখেন।

পূর্বঘোষণা অনুযায়ী নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করবে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামী, এলডিপি এবং পৃথক তিনটি জোটও গণমিছিল করার ঘোষণা দেয়।

অবস্থানের বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিএনপি-জামায়াত সন্ত্রাসী কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্রসমাজ নিজেদের দায়বদ্ধতা থেকে শাহবাগে অবস্থান নিয়েছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি