হোম > সারা দেশ > ঢাকা

জোবাইদা রহমান পলাতক, তাঁর আবেদন শুনানি ঠিক হয়নি: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আইনের দৃষ্টিতে পলাতক। মামলা বাতিলে ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারায় করা তাঁর আবেদন শুনে ও আদেশ দিয়ে হাইকোর্ট আইনানুযায়ী ভুল করেছেন। কেননা আইনের দৃষ্টিতে পলাতক ব্যক্তির আইনি প্রতিকার চাওয়ার কোনো সুযোগ নেই এক রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ।

দুর্নীতির মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের লিভ টু আপিল গত ১৩ এপ্রিল খারিজ করে দেন আপিল বিভাগ। আজ বুধবার ১৬ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এই মামলায় জোবায়ইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি বিচারিক আদালত। অভিযোগ আমলে না নেওয়া সত্ত্বেও কি করে তিনি মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন। আর আবেদনের সময় তিনি আইনের দৃষ্টিতে পলাতক ছিলেন। পলাতক ব্যক্তির করা আবেদন শুনে মামলার বিচার কাজ স্থগিতের পাশাপাশি রুল জারি করা আইনানুযায়ী হয়নি।

আপিল বিভাগ বলেছেন, সংবিধান অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সর্বোচ্চ আদালতের বিচারকেরা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ও পক্ষপাতিত্বের আশ্রয় না নিয়ে বিচার কাজ পরিচালনার শপথ নিয়েছেন। আর যেকোনো পরিস্থিতিতে বিচার বিভাগ এ নীতিতে অবশ্যই অটল থাকবে।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিলের আবেদন করেছিলেন জোবাইদা রহমান। যা খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই খারিজের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু-আপিল করেন তিনি।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবাইদা রহমান হাইকোর্টে আবেদন করলে রুল জারি করা হয়। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবাইদা রহমান।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ