হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক খুন

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ গণকটুলী এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম ইফতিয়ার হোসেন (২৪)। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণকটুলী প্রাইমারি স্কুল মাঠে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত ইমন পরিবারের সঙ্গে হাজারীবাগ গণকটুলী মসজিদ গলিতে থাকতেন। তাঁর বাবার নাম মো. ইউসুফ। ইমন নেসলে কোম্পানিতে চাকরি করতেন। 

ইমনের বন্ধু মো. জাহিদ হোসেন বলেন, সন্ধ্যার দিকে প্রাইমারি স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ইমন। এ সময় একই এলাকার ছোট ভাই রাফিন নামের এক ছেলেকে শাসন করে ইমন। সেখানে উপস্থিত হয় রাফিনের বন্ধু এলাকার জাহাঙ্গিরের ছেলে সানজু (২২)। তখন সানজুর সঙ্গেও ইমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সানজু বাসা থেকে ছুরি এনে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। ইমন মাটিতে লুটিয়ে পরে। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ইমনের বাবা মো. ইউসুফ বলেন, তাঁদের বাসা গণকটুলী মসজিদ গলিতে। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইমন ছিল বড়। ইমন নেসলে কোম্পানিতে চাকরি করত। পাশাপাশি হাজারীবাগ থানা ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিল। বর্তমানে কোনো কমিটি নেই। 

মো. ইউসুফ বলেন, ‘সন্ধ্যায় জানতে পারি জাহাঙ্গিরের ছেলে আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থলে গিয়ে ইমনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজারীবাগ থেকে ওই যুবককে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট