হোম > সারা দেশ > ঢাকা

১৫ দিন ধরে নগর ভবনে ইশরাক সমর্থকেরা, অচল নাগরিক সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবস্থান কর্মসূচির ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। ছবি: আজকের পত্রিকা।

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে ১৫ তম দিনের মতো চলছে নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। নগর ভবন অবরোধ করে চলমান কর্মসূচির ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে জড়ো হন তাঁর সমর্থকেরা। ঢাকাবাসী এবং ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের ব্যানারে শুরু হয় এ আন্দোলন।

ঢাকাবাসী প্ল্যাটফর্মের সমন্বয়কারী মশিউর রহমানের বক্তব্যের মাধ্যমে আজকের কর্মসূচি শুরু হয়। তিনি বলেন, ‘জনতার মেয়র ইশরাকের শপথ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ঢাকার জনগণ এ ষড়যন্ত্র রুখে দেবে। আমরা সরকারকে বলতে চাই, অতি শিগগিরই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করানো হোক। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

মশিউর রহমান আরও জানান, কিছুক্ষণ পর ইশরাক হোসেন তাঁদের আন্দোলনে যোগ দেবেন।

আন্দোলনকারীরা বলেন, আদালতের রায় অবমাননা করে সরকার শপথে বিলম্ব করছে। একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য এতদিন কেন আন্দোলন করতে হচ্ছে—সরকারকে এ জবাব দিতে হবে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তাঁরা।

এদিকে বরাবরের মতো আজও কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারীরা।

এর আগে গত ১৫ মে শুরু হয় এই আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই নগর ভবনের কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকেরা।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান