হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশিষ্ট ব্যবসায়ী ও গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কার সিলেকশনের স্বত্বাধিকারী আসলাম সেরনিয়াবাত ও তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সোহেল ইসলামকে বাড্ডা থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মেরুল বাড্ডায় তৌহিদুল ইসলাম ভূঁইয়া নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় দুজনকে বিকেলে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধমন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভূঁইয়া। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান। 

এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। 

উল্লেখ্য, আসলাম চৌধুরী গত কয়েক দিন নিখোঁজ ছিলেন। তাঁর পারিবারিক সূত্র জানাই গত ২৯ আগস্ট রাত সাড়ে ৯টায় আসলাম বারিধারা থেকে মিরপুরে যান। মিরপুরে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলে বাসায় ফেরার পথে রাত ১১টায় তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়। এরপর তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার