হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ক্লাবের দোকানে আগুন নিয়ন্ত্রণে 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবের ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রাত ১১টার সময়ে এ ঘটনা ঘটে। এতে ৭ থেকে ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় দোকানি মোহাম্মদ শামীম।

শামীম বলেন, ‘সাড়ে দশটার সময়ে আমি দোকান বন্ধ করে খেতে যাই, পরে শুনি দোকানে আগুন লেগেছে, তবে কোথা থেকে আগুন লেগেছে বিষয়টি জানি না। আমার দোকানের ৭ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস পলাশী স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ আজকের পত্রিকাকে বলেন, এগারোটা ২০ মিনিটের সময়ে আমাদের জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি। আমরা যখন আসি তখনো পুরোদমে আগুন জ্বলছিল, আমাদের পানির সংকট ছিল, পরে সেন্ট্রাল ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে আরও একটি ইউনিট আসে। ৫-৭ মিনিটের ভেতরে আমরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের সাধারণ সম্পাদক আল আমীন বলেন, ১১টার সময়ে আগুন লাগে তখন আমরা ক্লাবের ভেতরে ছিলাম, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দিই। তারা এসে নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আগুন কিভাবে লেগেছে তা জানার জন্য ক্লাবের দায়িত্বরত শিক্ষকদের তদন্ত কমিটি করতে বলা হয়েছে, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি