হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাত ও তাঁর দুই সহযোগী। ছবি: আজকের পত্রিকা।

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণসহ ১০টি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভ দমনের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়।

মোহাম্মদপুর সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শয়ন ওরফে আরাফাত এর আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা দক্ষিণের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শয়ন ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান। সম্প্রতি তিনি আগারগাঁওয়ে তাঁর সন্ত্রাসী বাহিনী পুনর্গঠনের উদ্দেশ্য নিয়ে ঢাকায় ফিরে আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর সেনাবাহিনীর দুটি দল তাঁর সম্ভাব্য আগমন পয়েন্টে দুটি চেকপয়েন্ট স্থাপন করে। পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে শয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর দুই সহযোগী রিদয় ও সোহাগকে আগারগাঁওয়ের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ