হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাত ও তাঁর দুই সহযোগী। ছবি: আজকের পত্রিকা।

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণসহ ১০টি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভ দমনের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়।

মোহাম্মদপুর সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শয়ন ওরফে আরাফাত এর আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা দক্ষিণের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শয়ন ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান। সম্প্রতি তিনি আগারগাঁওয়ে তাঁর সন্ত্রাসী বাহিনী পুনর্গঠনের উদ্দেশ্য নিয়ে ঢাকায় ফিরে আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর সেনাবাহিনীর দুটি দল তাঁর সম্ভাব্য আগমন পয়েন্টে দুটি চেকপয়েন্ট স্থাপন করে। পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে শয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর দুই সহযোগী রিদয় ও সোহাগকে আগারগাঁওয়ের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক