হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি তুষার, সম্পাদক রুবেল

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মামুন তুষার সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন ৷ এই নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম। 

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে জাগো নিউজের আল সাদী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর আসিফ হাওলাদার, অর্থ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা, কার্যনির্বাহী সদস্য পদে নিউ এইজের ওবায়দুর রহমান সোহান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মহিউদ্দিন মুজাহিদ মাহি ও নিউজ বাংলার মনিরুল ইসলাম। 

সমিতিতে মূলত দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, অন্য পক্ষে রয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ৷ সমিতির ৩৯ জন সদস্যের মধ্যে এবার ২১ জন রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আর ১৮ জন রয়েছেন অন্যান্য বিভাগের ৷ সমিতির প্রথা মেনে পক্ষভিত্তিক সমঝোতার ভিত্তিতে আজ মঙ্গলবার আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু