হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি তুষার, সম্পাদক রুবেল

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মামুন তুষার সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন ৷ এই নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম। 

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে জাগো নিউজের আল সাদী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর আসিফ হাওলাদার, অর্থ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা, কার্যনির্বাহী সদস্য পদে নিউ এইজের ওবায়দুর রহমান সোহান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মহিউদ্দিন মুজাহিদ মাহি ও নিউজ বাংলার মনিরুল ইসলাম। 

সমিতিতে মূলত দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, অন্য পক্ষে রয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ৷ সমিতির ৩৯ জন সদস্যের মধ্যে এবার ২১ জন রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আর ১৮ জন রয়েছেন অন্যান্য বিভাগের ৷ সমিতির প্রথা মেনে পক্ষভিত্তিক সমঝোতার ভিত্তিতে আজ মঙ্গলবার আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা