হোম > সারা দেশ > ঢাকা

ডা. ঈশিতাকে খালাস, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় এক বছরের সাজা থেকে খালাস পেয়েছেন ডাক্তার ইশরাত রফিক ওরফে ঈশিতা। তাঁর করা আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই রায় দেন।

আজ বুধবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গত বছরের ২০ সেপ্টেম্বর সাইবার ঢাকার ট্রাইব্যুনাল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঈশিতাকে এক বছরের সাজা দেন। পরে ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

হাইকোর্টের রায়ে বলা হয়, ইশরাত রফিক ওরফে ঈশিতাকে এই মামলার অভিযোগ প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই অভিযোগের দায় থেকে তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো। রায়ের অনুলিপি প্রাপ্তির তিন মাসের মধ্যে মিথ্যা মামলা দায়েরের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত করে আইনানুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিয়ে জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের বিরুদ্ধে সম্প্রতি গুমের অভিযোগ করেছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। ২০২১ সালের জুলাই মাসে র‍্যাবের ছয় সদস্য তাঁকে গুম করে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি। ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে ২০২১ সালের ২৮ জুলাই তাঁর কাফরুলের বাসা থেকে র‍্যাব সদস্যরা ধরে নিয়ে যায়। পাঁচ দিন গুম রাখার পর ১ আগস্ট তাঁকে র‍্যাব মিডিয়ার সামনে উপস্থাপন করে। ২ আগস্ট তাঁকে তিনটি মামলাসহ আদালতে উপস্থাপন করে। আর ওই পাঁচ দিন তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ভুয়া ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয় তাঁকে।

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু