হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শিবপুর কলেজ গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন। 

ওসি ফরিদ বলেন, ‘সরকারবিরোধী লিফলেট বিতরণ করার সময় শিবপুর কলেজ গেট থেকে আবু সালেহকে গ্রেপ্তার করা হয় এবং আগের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে তিনটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন স্থানে সরকারবিরোধী প্রচারণা চালান—এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।’

এদিকে নির্বাচন বর্জনের শান্তিপূর্ণ প্রচারণা চালানোর সময় আবু সালেহকে আটক করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে বলে দাবি করেন দলীয় নেতা-কর্মীরা।

এর আগে আবু সালেহকে গত ১১ ফেব্রুয়ারি নাশকতা মামলায় গ্রেপ্তার করে কোমরে রশি বেঁধে আদালতে পাঠানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে ১৬ ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন