হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শিবপুর কলেজ গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন। 

ওসি ফরিদ বলেন, ‘সরকারবিরোধী লিফলেট বিতরণ করার সময় শিবপুর কলেজ গেট থেকে আবু সালেহকে গ্রেপ্তার করা হয় এবং আগের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে তিনটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন স্থানে সরকারবিরোধী প্রচারণা চালান—এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।’

এদিকে নির্বাচন বর্জনের শান্তিপূর্ণ প্রচারণা চালানোর সময় আবু সালেহকে আটক করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে বলে দাবি করেন দলীয় নেতা-কর্মীরা।

এর আগে আবু সালেহকে গত ১১ ফেব্রুয়ারি নাশকতা মামলায় গ্রেপ্তার করে কোমরে রশি বেঁধে আদালতে পাঠানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে ১৬ ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু