হোম > সারা দেশ > ঢাকা

চলে গেল মাইলস্টোন স্কুলের আরও এক শিক্ষার্থী, মৃত্যু বেড়ে ৩০

ঢামেক প্রতিবেদক

মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩)

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩০ জন হলো।

সর্বশেষ নিহত মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) মাইলস্টোন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক নাসির উদ্দিন।

তিনি জানান, আগুনে মাহতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।

মাহতাবের মামা আঞ্জুম সিফাত জানান, বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় থাকে তারা। এক ভাই ও এক বোনের মধ্যে মাহতাব ছোট। বড় বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে।

মাহতাবের চাচা তানভীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ওর ক্লাস ছিল স্কুলের দোতলায়। এর নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় চারপাশে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় মাহতাবের শরীরে আগুন ধরে যায়।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আজ বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

সেই এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখাল ডিবি

‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯৩ হাজার ইউরো

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল ডিবি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড