হোম > সারা দেশ > শরীয়তপুর

জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁদেরই এক মেয়ে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই গ্রামের মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন নিলুফা বেগম। আজিজুল মল্লিক তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল হক মল্লিক বলেন, ‘নিহত আজিজুল মল্লিক আমার প্রতিবেশী। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে সবার ছোট। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। গতকাল শনিবার রাতে স্ত্রী নিলুফা বেগম বিদ্যুতায়িত হলে আজিজুল মল্লিক তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়। এ সময় বাবা-মাকে বাঁচাতে সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে সিনথিয়া তাদের ধরতে গেলে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়।’

ইউপি সদস্য আরও বলেন, খবর পেয়ে স্থানীয়রা গিয়ে বিদ্যুতের সুইচ বন্ধ করে মেয়েসহ তাঁদের দুজনকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। তাঁদের মেয়ে সিনথিয়ার অবস্থা এখন কিছুটা স্বাভাবিক। আজ সকালে বাড়ির পাশে স্বামী-স্ত্রীর লাশ দাফন করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন