হোম > সারা দেশ > ঢাকা

পূর্বাচলে ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড লাশ: আরও এক নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক রোকনউজ্জামান বলেন, রুমা আক্তারের পর রুকু আক্তার নামের আরও এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, রুমা ও তাঁর বান্ধবী রুকু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ব্যবসায়ী মাসুমকে হত্যার পর লাশ গুম করতে বান্ধবীকে সহযোগিতা করেছেন রুকু।

এর আগে ১০ নভেম্বর ঢাকার শ্যামলীতে হত্যা করা হয় মাসুমকে। ওই দিন রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের পর মাসুমের ছেলে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রেমের ঘটনার জেরে হত্যা করা হয় মাসুমকে। হত্যার পরে লাশ টুকরা করে পূর্বাচল এলাকায় ফেলে দেওয়া হয়। বুধবার স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে মাসুমের দেহের সাত টুকরা এবং বৃহস্পতিবার দুই টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ব্যবসায়ী মাসুমের সঙ্গে এর আগে সম্পর্ক থাকার কথা জানিয়েছেন রুমা। সম্প্রতি সেই সম্পর্কে অবনতি ঘটলে ক্ষুব্ধ হন রুমা। ১০ নভেম্বর রাতে মাসুমকে শ্যামলীর একটি বাসায় ডেকে নেন রুমা। সেখানে দুধের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় মাসুমকে। এতে অচেতন হয়ে পড়েন মাসুম। এরপর চাপাতি ও হ্যাক্সো ব্লেড দিয়ে হত্যা এবং খণ্ডবিখণ্ড করা হয় মাসুমের মরদেহ। পরে মরদেহের টুকরাগুলো পূর্বাচল এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুমা মূলত ব্যবসায়ী বা ধনী ব্যক্তিদের সঙ্গে অর্থের বিনিময়ে সম্পর্ক স্থাপন করতেন। সেই সূত্রে মাসুমের সঙ্গে তাঁর সম্পর্ক হয়।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩