হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মায়ের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে এক ঘণ্টার মধ্যে মায়ের মৃত্যু (৮০) হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হরিরামপুরের বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, হরিরামপুরের আন্ধারমানিক এলাকার মৃত ননী গোপাল রায়ের ছেলে অমল রায় (৪৮) আজ সকাল সাড়ে ৬টায় মারা যান। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কাঁদতে কাঁদতে সকাল সাড়ে ৭টার দিকে মায়ের মৃত্যু হয়। এতে মৃত অমল রায়ের ভাই বিমল রায়ের স্ত্রী শোকে অজ্ঞান হয়ে যান। তাঁকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আব্দুল আজিজ নামে এক প্রতিবেশী বলেন, অমল রায় ওরফে হাম্বু ও তাঁর ভাই বিমল রায়ের লেছড়াগঞ্জ বাজারে সাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে। অমল রায় ক্যানসারের রোগী ছিলেন। 

বয়ড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে সম্ভবত স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অমল রায়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’