হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে দুই ব্যক্তিকে কারাদণ্ড 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রধান সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান বাজারের সার পট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আলী হোসেন (২৪) ও ঘাটাইল হামিদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৫৬)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় সিরাজদিখান বাজার রোডে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করছিল দণ্ডপ্রাপ্তরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা অনেক বার বাজার কমিটিকে বলে আসছি বাজারে সকাল সন্ধ্যা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির গাড়ি লোড-আনলোড করতে পারবে না।’ 

এতে করে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। যাদের মালামাল লোড আনলোড করতে হবে তারা অবশ্যই রাত ৯টার পরে করতে পারবেন। এ ছাড়া বালুর মাঠে গাড়ি রেখে করতে পারবেন। তা না হলে বাজারের তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু সেটা না মেনেই দীর্ঘদিন ধরে প্রধান সড়কে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছিল। এতে করে জনগণের ভোগান্তি হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে। 

গাড়িচালক আলী হোসেনের গাড়ি লাইসেন্সবিহীন থাকায় তাঁকে ১৫ দিন এবং মো. আব্দুল্লাহ আদেশ অমান্য করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুজনকেই আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল