হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে দুই ব্যক্তিকে কারাদণ্ড 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রধান সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান বাজারের সার পট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আলী হোসেন (২৪) ও ঘাটাইল হামিদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৫৬)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় সিরাজদিখান বাজার রোডে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করছিল দণ্ডপ্রাপ্তরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা অনেক বার বাজার কমিটিকে বলে আসছি বাজারে সকাল সন্ধ্যা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির গাড়ি লোড-আনলোড করতে পারবে না।’ 

এতে করে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। যাদের মালামাল লোড আনলোড করতে হবে তারা অবশ্যই রাত ৯টার পরে করতে পারবেন। এ ছাড়া বালুর মাঠে গাড়ি রেখে করতে পারবেন। তা না হলে বাজারের তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু সেটা না মেনেই দীর্ঘদিন ধরে প্রধান সড়কে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছিল। এতে করে জনগণের ভোগান্তি হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে। 

গাড়িচালক আলী হোসেনের গাড়ি লাইসেন্সবিহীন থাকায় তাঁকে ১৫ দিন এবং মো. আব্দুল্লাহ আদেশ অমান্য করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুজনকেই আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়। 

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে