হোম > সারা দেশ > ঢাকা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের যমুনা সেতুর টোল প্লাজা। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ২৩৯টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা।

এর আগে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৯ হাজার ২৩৩টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৪ হাজার ৫৩৩টি। টোল আদায় বেশি হয়েছে ২১ লাখ ৮৮ হাজার টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, যানবাহনের চাপ ততই বাড়ছে। মানুষের ভোগান্তি এড়াতে সেতুতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। চারটি মোটরসাইকেল বুথসহ উভয় পাশে ১৮টি বুথ চালু রাখা হবে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন