হোম > সারা দেশ > ঢাকা

রাজারবাগ পিরের বিদেশযাত্রা ঠেকাতে হাইকোর্টে আবেদন

রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমানসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সম্পূরক আবেদন করেছেন ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের আইনজীবী এমাদুল হক বশির। পির দিল্লুর রহমান ছাড়া অন্যরা হলেন শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলাম। 
 
এর আগে গোয়েন্দা বিভাগের তদন্তে ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি ভুয়া মামলার নেপথ্যে রাজারবাগের কথিত পির দিল্লুর রহমানের নাম উঠে আসে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাইকোর্টে ওই তদন্ত প্রতিবেদনও দাখিল করে। 
 
প্রতিবেদনে বলা হয়, সম্পত্তি হস্তান্তর না করায় পির ও তাঁর অনুসারীদের সঙ্গে একরামুলের শত্রুতা তৈরি হয়। ওই শত্রুতার কারণেই ঢাকাসহ সারা দেশে কাঞ্চনের বিরুদ্ধে ৪৯টি মামলা করেন পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীরা। তাঁরা হীনস্বার্থ হাসিলের জন্যই হয়রানিমূলক এসব মামলা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তাই পিরসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা চেয়ে প্রার্থনা করা হয়। 

এদিকে গত মঙ্গলবার রিটকারী পক্ষের আইনজীবী এমাদুল হক বশির বলেন, প্রথম রিটে রাজারবাগ পিরকে বিবাদী করা হয়নি। কিন্তু সিআইডির তদন্ত প্রতিবেদনে নাম আসায় তাঁকেসহ চারজনকে বিবাদী করতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

এমাদুল হক বশির বলেন, ‘মামলা সিন্ডিকেটের মূল হোতা রাজারবাগ পির। আমরা আদালতে আবেদন করব, যাতে পিরের আস্তানা বন্ধ করা হয়। এ ছাড়া পির দিল্লুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আবেদন করব।’ 

গত ১৪ জুন এক আদেশে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় দাখিল করা ৪৯টি মামলার বাদীকে খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট। এ ছাড়া ওই ৪৯টি মামলার বৃত্তান্ত নিয়ে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এরপর সিআইডি প্রতিবেদন দাখিল করে। 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট