হোম > সারা দেশ > ঢাকা

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদিখানে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নতুন ভাষানচর এলাকার মীর বংশ ও বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোক্তার, হাবিবুল্লাহ, আলমগীর মীর, ওমর ফারক, রমজান বেপারীসহ উভয় পক্ষের সাতজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়। টেঁটাবিদ্ধ আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

মীর বংশের রুকুল মীর বলেন, ‘গত নির্বাচনে বেপারী বংশের আনোয়ার হোসেন মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই বেপারীরা বিভিন্নভাবে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে। আজ আমাদের চারজনকে টেটাবিদ্ধ করেছে।’ 

অভিযোগ অস্বীকার করে বেপারী বংশের আনিছ বেপারী বলেন, ‘আজ সন্ধ্যায় রুকুল মীর নিজে নেতৃত্ব দিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে আমাদের চার-পাঁচজন টেটাবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে।’ 

লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুই বংশের বিরোধ অনেক পুরোনো। এর আগেও আমি তাদের বিরোধের সমাধানের চেষ্টা করেছি। আজ দু’পক্ষের সাতজন টেঁটাবিদ্ধ হয়েছে।’ 

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ আছে তবে আমি নিজেও এখন ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক