হোম > সারা দেশ > ঢাকা

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদিখানে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নতুন ভাষানচর এলাকার মীর বংশ ও বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোক্তার, হাবিবুল্লাহ, আলমগীর মীর, ওমর ফারক, রমজান বেপারীসহ উভয় পক্ষের সাতজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়। টেঁটাবিদ্ধ আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

মীর বংশের রুকুল মীর বলেন, ‘গত নির্বাচনে বেপারী বংশের আনোয়ার হোসেন মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই বেপারীরা বিভিন্নভাবে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে। আজ আমাদের চারজনকে টেটাবিদ্ধ করেছে।’ 

অভিযোগ অস্বীকার করে বেপারী বংশের আনিছ বেপারী বলেন, ‘আজ সন্ধ্যায় রুকুল মীর নিজে নেতৃত্ব দিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে আমাদের চার-পাঁচজন টেটাবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে।’ 

লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুই বংশের বিরোধ অনেক পুরোনো। এর আগেও আমি তাদের বিরোধের সমাধানের চেষ্টা করেছি। আজ দু’পক্ষের সাতজন টেঁটাবিদ্ধ হয়েছে।’ 

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ আছে তবে আমি নিজেও এখন ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট