হোম > সারা দেশ > টাঙ্গাইল

পরিবারের ‘বোঝা’ বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূর স্বীকারোক্তি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জয়নব ওরফে জয়নার (৬৮) চোখে দেখতেন না, এমনকি ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। পরিবারের ‘বোঝা’ মনে করে নিজের স্বামী-সন্তানই তাঁকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটি ঘটে গত শুক্রবার উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে।

এ ঘটনায় পুলিশ বৃদ্ধার স্বামী মো. শওকত আলী (৭০), ছেলে মো. মোশারফ হোসেন মামুন (৪৭) ও পুত্রবধূ মোছা. শাহনাজ আক্তার বেবিকে (৪৫) গ্রেপ্তার করেছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার বিষয়ে পুত্রবধূ মোছা. শাহনাজ আক্তার বেবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি মো. শওকত আলী ও মো. মোশারফ হোসেন মামুনকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ৯৯৯ থেকে জানানো হয়, মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে একজন অন্ধ বৃদ্ধা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পেয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। লাশের সুরতহাল শেষে এটি আত্মহত্যা নয় বলে সন্দেহ হলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।

পুত্রবধূ শাহনাজ আক্তার বেবিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথায় সন্দেহ জোরালো হয়। পুলিশ আশপাশের জায়গায় তল্লাশি চালায়। একপর্যায়ে শাহনাজ আক্তারের ঘরে পেছনে পরিত্যক্ত কোয়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয় এবং থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরদিন (শনিবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট