হোম > সারা দেশ > ঢাকা

জাবি ক্যাম্পাসের গাছ থেকে স্থানীয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন রাস্তার পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মরদেহের দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়ে আশুলিয়া থানা-পুলিশ এসে উদ্ধার করে। 

ওই যুবকের নাম—জিসান আহমেদ (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী নজরুল ইসলামের মেজ ছেলে। জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় থাকতেন এবং নিজ বাড়িতে গরুর খামার দেখাশোনা করতেন। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন পথচারী শহীদ তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন রাস্তার পাশে একটি গাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জানান। পরে নিরাপত্তা শাখা থেকে পুলিশে খবর দেওয়া হয়। 

এ বিষয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন আজকের পত্রিকাকে জানান, ‘পরিবারের কাছে এখনো লাশ হস্তান্তর করা হয়নি। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তারা লিখিত আবেদন জানালে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

জিসানের বড় ভাই মো. ওয়ালিউল্লাহ বলেন, ‘গত রোববার সন্ধ্যায় ঝড়ের আগে জিসান বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ঝড় থামলে বাড়িতে ফিরে আসে। তখন মা তাঁকে জিজ্ঞাসা করে, এতক্ষণ সে কোথায় ছিল? গরুকে পানি ও খাবার খাওয়ানো হয়নি, তাই বকাঝকা করেন। পরে জিসান রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সকালে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।’0

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১